গাজায় হামাসের স্থাপনায় ইসরাইলের বিমান হামলা
সবুজদেশ ডেস্কঃ
ইসরাইলের অভ্যন্তরে নতুন করে রকেট হামলা করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। এর জাবাবে শুক্রবারে সন্ধ্যায় হামাসের অবস্থান টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এর আগে হামাসের রকেট হামলার সময় ইসরাইলের সীমান্ত অঞ্চলে সাইরেন বেজে উঠেছিল।
এর আগে গত মে মাসে ইসরাইল ও হামাসের মধ্যে বড় উত্তেজনা দেখা গিয়েছিল। এতে ২৬০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারায়। ইসরাইলে হামাসের হামলায় মারা যান ১৩ জন।
সেসময় দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে এরপরেও একাধিকবার হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে দুই পক্ষের মধ্যে।