ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ধর্ম প্রান মুসলিম জনতা।
শুক্রবার (১১ এপ্রিল) আছরের নামাজ শেষে উপজেলার গাজীর বাজার মসজিদ চত্বর থেকে একটি মিছিল শুরু হয়ে আবার একই স্থানে গিয়ে সমাবেশের মাধ্যেমে শেষ হয়।
এ সময় তাহসিনুল উম্মাহ ইনস্টিটিউটের অধ্যক্ষ মাওলানা শাকিল আর সালামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মালিয়াট ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মোঃ আহসান হাবীব। পান্তাডাংগা দাখিল মাদ্রাসার সাবেক সহ সুপার মাওলানা আমির হুসাইন, পান্তাপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আওলাদ হোসেন, মহেশ্বরচাঁদা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী হাসান।
বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করাসহ বিশ্বজুড়ে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানানো হয়।
সবুজদেশ/এসইউ
নিজস্ব প্রতিবেদক 



















