ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গাজা যুদ্ধে ইসরাইলের লক্ষ্য অর্জন সম্ভব হয়নি

 

ইসরাইলি সেনাবাহিনীর বিদায়ী চিফ অফ স্টাফ হার্জি হালেভি বলেছেন, ‘গাজায় সব সামরিক লক্ষ্য অর্জন সম্ভব হয়নি।’ সম্প্রতি তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

পদত্যাগের ঘোষণা দিয়ে হালেভি জানান, তিনি আগামী ৬ মার্চ পদত্যাগ করবেন।  ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলার সময় ব্যাপক নিরাপত্তা ত্রুটির দায়ভার তিনি গ্রহণ করবেন।

৭ অক্টোবরের ঘটনার পর পদত্যাগ করার কথা ছিল হালেভির।  তিনি বলেন, গত ৭ অক্টোবরের ঘটনায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর তদন্ত সম্পন্ন করবেন এবং নিরাপত্তা চ্যালেঞ্জের জন্য আইডিএফের প্রস্তুতি জোরদার করবেন।

প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের কাছে লেখা পদত্যাগপত্রে হালেভি লিখেছেন, ৭ অক্টোবর সকালে, ইসরাইলি নাগরিকদের সুরক্ষা দিতে আইডিএফ ব্যর্থ হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস। এদিন তারা ১২০০ ইসরাইলি বাসিন্দাকে হত্যা করেন এবং জিম্মি করে নিয়ে যান ২৫০ জনেরও বেশি মানুষকে। এর প্রতিশোধ নিতে সেদিন থেকে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে আসছিল ইসরাইল।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

গাজা যুদ্ধে ইসরাইলের লক্ষ্য অর্জন সম্ভব হয়নি

Update Time : ০২:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

 

ইসরাইলি সেনাবাহিনীর বিদায়ী চিফ অফ স্টাফ হার্জি হালেভি বলেছেন, ‘গাজায় সব সামরিক লক্ষ্য অর্জন সম্ভব হয়নি।’ সম্প্রতি তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

পদত্যাগের ঘোষণা দিয়ে হালেভি জানান, তিনি আগামী ৬ মার্চ পদত্যাগ করবেন।  ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলার সময় ব্যাপক নিরাপত্তা ত্রুটির দায়ভার তিনি গ্রহণ করবেন।

৭ অক্টোবরের ঘটনার পর পদত্যাগ করার কথা ছিল হালেভির।  তিনি বলেন, গত ৭ অক্টোবরের ঘটনায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর তদন্ত সম্পন্ন করবেন এবং নিরাপত্তা চ্যালেঞ্জের জন্য আইডিএফের প্রস্তুতি জোরদার করবেন।

প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের কাছে লেখা পদত্যাগপত্রে হালেভি লিখেছেন, ৭ অক্টোবর সকালে, ইসরাইলি নাগরিকদের সুরক্ষা দিতে আইডিএফ ব্যর্থ হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস। এদিন তারা ১২০০ ইসরাইলি বাসিন্দাকে হত্যা করেন এবং জিম্মি করে নিয়ে যান ২৫০ জনেরও বেশি মানুষকে। এর প্রতিশোধ নিতে সেদিন থেকে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে আসছিল ইসরাইল।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

সবুজদেশ/এসইউ