সবুজদেশ ডেস্কঃ

সোমবার দিবাগত মধ্যরাতে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে বসলেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল। নিজের ভেরিফায়েড পেইজে একশ্রেণির দর্শকদের ওপর আক্ষেপ থেকে এই ঘোষণা দিয়ে বসেন কলকাতার সা রে গা মা পা খ্যাত নোবেল। কিন্তু সকালে সেই পোস্ট আর তার পেইজে পাওয়া যায়নি।

নোবেলের সেই পোস্টে  কী ছিল, যার কারণে মুছে ফেলতে হলো? এমন প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে।

মূলত কিছুদিন আগে নানা ধরনের পোস্ট দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন এ গায়ক। এরপর সমালোচনার মুখে পড়েন তিনি। সেই সমালোচনার আক্ষেপ প্রকাশ করলেন। নোবেল ফেসবুকে লিখেছেন, এগারোটা মাস দুই বাংলার মানুষকে বিনোদন দেওয়ার প্রতিদান তোমরা ভালোই দিলে আমাকে। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করে, সংসার এবং চার দেয়ালের চাপে কিছু ভুল স্টেটাস দিয়েছি।এই তো আমার দোষ। ভাবছি গান-বাজনা ছেড়েই দেব।

আনুমানিক রাত আড়াইটায় নোবেল ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরপরই প্রচুর প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। নোবেলের শেষ কয়টা বাক্য সুস্পষ্ট বিদায়সূচক। যার কারণে যারা সত্যিই নোবেলের গানে আসক্ত, ভক্ত তারা দ্বিধায় পড়ে যান। অনেকেই নোবেলকে এমন পরিকল্পনা থেকে সরে আসতে বলছিলেন। কিন্তু সেসব প্রতিক্রিয়ার উত্তর নোবেল দেননি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here