ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আজীবন গান নিয়েই থাকতে চাই সৈকত

Reporter Name

বিশেষ প্রতিনিধিঃ

বাবার কাছ থেকে গানের হাতেখড়ি। বাবার মুখেই গান শুনে গানের প্রতি আগ্রহ। ছোটবেলা থেকেই গানের প্রতি টান ছিল সৈকতের। সেই গানই এখন পথচলার সঙ্গী। আজীবন শ্রোতাদের জন্য গান গাইতে চান তরুন এই সংগীত শিল্পী।

সবুজদেশ নিউজ ডটকমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের গান ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তরুণ সংগীত শিল্পী সৈকত। সাক্ষাৎকার নিয়েছেন সবুজদেশ নিউজের বার্তা প্রধান শাহরিয়ার আলম সোহাগ।

সবুজদেশ নিউজ ডটকমঃ গানের শুরুটা কিভাবে…?

সৈকতঃ বাবা সুভাষ দাস একজন সুরকার ও গীতিকার। বাবার মুখেই গান শুনে গানের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। ৪ বছর বয়স থেকেই হারমোনিয়াম বাজানোর হাতেখড়ি।

সবুজদেশ নিউজ ডটকমঃ প্রথম কোন গানটা হারমোনিয়ামে বাজিয়ে গেয়েছেন?

সৈকতঃ প্রথম আমি একটি ছড়া গান হারমোনিয়ামে তুলেছিলাম। আমার বাবার লেখা ও সুরে গানটি ছিল- ও কোলা ব্যাঙ- ও কোলা ব্যাঙ, তুমি করছো ঘ্যাঙর ঘ্যাঙ, দুষ্টু ছেলের হাতে পড়লে বাঁধবে ধরে ঠ্যাঙ।

সবুজদেশ নিউজ ডটকমঃ বর্তমানে ব্যস্ততা কি নিয়ে?

সৈকতঃ করোনার মধ্যে বাইরের শো একদমই নেই। এরমধ্যে বাড়িতেই আছি। গান লিখছি সুর করছি। এছাড়াও সময় কাটানোর জন্য নিজের ফেইসবুক পেইজ থেকে বিভিন্ন শিল্পীদের নিয়ে লাইভে গানের আড্ডা দিচ্ছি।

সবুজদেশ নিউজ ডটকমঃ এখন পর্যন্ত আপনার কতটি গান বাজারে এসেছে?

সৈকতঃ এখন পর্যন্ত ৭ টি মৌলিক গান অনলাইন প্লাটফর্মে প্রকাশিত হয়েছে। এছাড়া আরও তিনটি গান শিঘ্রই শ্রোতাদের শোনাতে পারবো।

সবুজদেশ নিউজ ডটকমঃ এরমধ্যে কোন গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে?

সৈকতঃ আমার একপাশে পৃথিবী, অন্য পাশে তুমি ও অভিমান শিরোনামের গান দুটিতে শ্রোতারা বেশ সাড়া দিয়েছেন।

সবুজদেশ নিউজ ডটকমঃ গানের পাশাপাশি কিছু কি করা হয়?

সৈকতঃ গানের পাশাপাশি বর্তমানে কিছু করছি না। আজীবন গান নিয়েই থাকতে চাই।

সবুজদেশ নিউজ ডটকমঃ পড়ালেখার ব্যাপারে কিছু বলুন…

সৈকতঃ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছি।

সবুজদেশ নিউজ ডটকমঃ গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?

সৈকতঃ জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চাই। গানকে এতোটাই ভালোবাসি যে গান গাওয়া ছাড়া আর কোন উপায় নেই।

সবুজদেশ নিউজ ডটকমঃ দেশ ও দেশের বাইরে কোন শিল্পীকে আপনি আইডল হিসেবে নেন?

সৈকতঃ খুব জটিল একটা প্রশ্ন। দেশের মধ্যে সিনিয়র যত শিল্পী আছেন সকলকেই আমি আইডল মনে করি। বিশেষ করে কাউকে নাম মেনশন করতে চাই না। আর দেশের বাইরে কিশোর কুমার, সনু নিগম, শান, অরিজিৎ সিং, হরিহরন সিং, নচিকেতা।

সবুজদেশ নিউজ ডটকমঃ বিয়ে করছেন কবে?

সৈকতঃ বিয়ে করবো কিন্তু একটু সময় নিয়েই করবো। সময় হলে সবকিছু জানতে পারবেন আশা করি।

সবুজদেশ নিউজ ডটকমঃ সময় নেওয়ার কারণ কি…?

সৈকতঃ নিজের ক্যারিয়ার নিয়েই ভাবছি। এজন্য সাতপাকের বন্ধনে এখনি জড়াতে চাচ্ছি না।

সবুজদেশ নিউজ ডটকমঃ নিজের পছন্দের কেউ আছে?

সৈকতঃ ওভাবে কেউ পছন্দের নেই।

সবুজদেশ নিউজ ডটকমঃ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

সৈকতঃ সবুজদেশ নিউজ ডটকমে কেও ধন্যবাদ।

ভিডিও দেখুন…

About Author Information
আপডেট সময় : ১২:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
৯৮৯ Time View

আজীবন গান নিয়েই থাকতে চাই সৈকত

আপডেট সময় : ১২:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০

বিশেষ প্রতিনিধিঃ

বাবার কাছ থেকে গানের হাতেখড়ি। বাবার মুখেই গান শুনে গানের প্রতি আগ্রহ। ছোটবেলা থেকেই গানের প্রতি টান ছিল সৈকতের। সেই গানই এখন পথচলার সঙ্গী। আজীবন শ্রোতাদের জন্য গান গাইতে চান তরুন এই সংগীত শিল্পী।

সবুজদেশ নিউজ ডটকমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের গান ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তরুণ সংগীত শিল্পী সৈকত। সাক্ষাৎকার নিয়েছেন সবুজদেশ নিউজের বার্তা প্রধান শাহরিয়ার আলম সোহাগ।

সবুজদেশ নিউজ ডটকমঃ গানের শুরুটা কিভাবে…?

সৈকতঃ বাবা সুভাষ দাস একজন সুরকার ও গীতিকার। বাবার মুখেই গান শুনে গানের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। ৪ বছর বয়স থেকেই হারমোনিয়াম বাজানোর হাতেখড়ি।

সবুজদেশ নিউজ ডটকমঃ প্রথম কোন গানটা হারমোনিয়ামে বাজিয়ে গেয়েছেন?

সৈকতঃ প্রথম আমি একটি ছড়া গান হারমোনিয়ামে তুলেছিলাম। আমার বাবার লেখা ও সুরে গানটি ছিল- ও কোলা ব্যাঙ- ও কোলা ব্যাঙ, তুমি করছো ঘ্যাঙর ঘ্যাঙ, দুষ্টু ছেলের হাতে পড়লে বাঁধবে ধরে ঠ্যাঙ।

সবুজদেশ নিউজ ডটকমঃ বর্তমানে ব্যস্ততা কি নিয়ে?

সৈকতঃ করোনার মধ্যে বাইরের শো একদমই নেই। এরমধ্যে বাড়িতেই আছি। গান লিখছি সুর করছি। এছাড়াও সময় কাটানোর জন্য নিজের ফেইসবুক পেইজ থেকে বিভিন্ন শিল্পীদের নিয়ে লাইভে গানের আড্ডা দিচ্ছি।

সবুজদেশ নিউজ ডটকমঃ এখন পর্যন্ত আপনার কতটি গান বাজারে এসেছে?

সৈকতঃ এখন পর্যন্ত ৭ টি মৌলিক গান অনলাইন প্লাটফর্মে প্রকাশিত হয়েছে। এছাড়া আরও তিনটি গান শিঘ্রই শ্রোতাদের শোনাতে পারবো।

সবুজদেশ নিউজ ডটকমঃ এরমধ্যে কোন গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে?

সৈকতঃ আমার একপাশে পৃথিবী, অন্য পাশে তুমি ও অভিমান শিরোনামের গান দুটিতে শ্রোতারা বেশ সাড়া দিয়েছেন।

সবুজদেশ নিউজ ডটকমঃ গানের পাশাপাশি কিছু কি করা হয়?

সৈকতঃ গানের পাশাপাশি বর্তমানে কিছু করছি না। আজীবন গান নিয়েই থাকতে চাই।

সবুজদেশ নিউজ ডটকমঃ পড়ালেখার ব্যাপারে কিছু বলুন…

সৈকতঃ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছি।

সবুজদেশ নিউজ ডটকমঃ গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?

সৈকতঃ জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চাই। গানকে এতোটাই ভালোবাসি যে গান গাওয়া ছাড়া আর কোন উপায় নেই।

সবুজদেশ নিউজ ডটকমঃ দেশ ও দেশের বাইরে কোন শিল্পীকে আপনি আইডল হিসেবে নেন?

সৈকতঃ খুব জটিল একটা প্রশ্ন। দেশের মধ্যে সিনিয়র যত শিল্পী আছেন সকলকেই আমি আইডল মনে করি। বিশেষ করে কাউকে নাম মেনশন করতে চাই না। আর দেশের বাইরে কিশোর কুমার, সনু নিগম, শান, অরিজিৎ সিং, হরিহরন সিং, নচিকেতা।

সবুজদেশ নিউজ ডটকমঃ বিয়ে করছেন কবে?

সৈকতঃ বিয়ে করবো কিন্তু একটু সময় নিয়েই করবো। সময় হলে সবকিছু জানতে পারবেন আশা করি।

সবুজদেশ নিউজ ডটকমঃ সময় নেওয়ার কারণ কি…?

সৈকতঃ নিজের ক্যারিয়ার নিয়েই ভাবছি। এজন্য সাতপাকের বন্ধনে এখনি জড়াতে চাচ্ছি না।

সবুজদেশ নিউজ ডটকমঃ নিজের পছন্দের কেউ আছে?

সৈকতঃ ওভাবে কেউ পছন্দের নেই।

সবুজদেশ নিউজ ডটকমঃ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

সৈকতঃ সবুজদেশ নিউজ ডটকমে কেও ধন্যবাদ।

ভিডিও দেখুন…