ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
হত্যাকারীদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ

গোহত্যার অভিযোগে মুসলিম যুবককে পিটিয়ে খুন

 

ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের নবীন মাণ্ডি অঞ্চলে একটি গরু হত্যার অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার খবর মিলেছে। ঘটনাটি ঘটেছে গত ২৯-৩০ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের এক রাতে। নিহতের নাম শাহেদিন। এই ঘটনাকে ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

তদন্তকারী পুলিশকর্মী মোহিত চৌধুরী বলেন, শাহেদিন ও তার সহযোগী আদনান স্কুটিতে করে এসেছিল। মাংস বিক্রির উদ্দেশ্যে একটি বাছুরকে হত্যা করে।

বিবিসির খবরে বলা হয়েছে, পশুর চিৎকার শুনতে পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। অভিযোগ, আদনান পালিয়ে বাঁচলেও শাহেদিনকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। পরে পুলিশ আদনানকে গোহত্যার অভিযোগে গ্রেফতার করে।

ঘটনার চারদিন পেরিয়ে গেলেও শাহেদিনকে গণপিটুনির ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে তার পরিবারের অভিযোগ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

সবুজদেশ/এসইউ

About Author Information

হত্যাকারীদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ

গোহত্যার অভিযোগে মুসলিম যুবককে পিটিয়ে খুন

Update Time : ০৫:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

 

ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের নবীন মাণ্ডি অঞ্চলে একটি গরু হত্যার অভিযোগে এক যুবককে পিটিয়ে মারার খবর মিলেছে। ঘটনাটি ঘটেছে গত ২৯-৩০ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের এক রাতে। নিহতের নাম শাহেদিন। এই ঘটনাকে ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

তদন্তকারী পুলিশকর্মী মোহিত চৌধুরী বলেন, শাহেদিন ও তার সহযোগী আদনান স্কুটিতে করে এসেছিল। মাংস বিক্রির উদ্দেশ্যে একটি বাছুরকে হত্যা করে।

বিবিসির খবরে বলা হয়েছে, পশুর চিৎকার শুনতে পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। অভিযোগ, আদনান পালিয়ে বাঁচলেও শাহেদিনকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। পরে পুলিশ আদনানকে গোহত্যার অভিযোগে গ্রেফতার করে।

ঘটনার চারদিন পেরিয়ে গেলেও শাহেদিনকে গণপিটুনির ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে তার পরিবারের অভিযোগ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

সবুজদেশ/এসইউ