গ্রামে ঘুরে প্রকৃত দরিদ্রদের খাদ্য সামগ্রী দিচ্ছেন কালীগঞ্জের ইউএনও
ঝিনাইদহঃ
লকডাউনে কর্মহীন দিনমজুর হতদরিদ্র শ্রেণীর মানুষের জন্য গ্রাম গ্রাম ঘুরছেন কালীগঞ্জের ইউএনও সূবর্ণা রানী সাহা। তিনি উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে খোঁজ খবর নিয়ে প্রকৃত অসহায় দরিদ্রদের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী।
শনিবার দুপুর থেকে থেকে রাত ৮ টা পর্ষন্ত উপজেলার বিভিন্ন গ্রামে ও শহরের গুরুর্ত্বপূর্ণ মোড়ে মোড়ে গিয়ে খোঁজ নিয়ে ভুক্তভোগীদের হাতে তুলে দিচ্ছেন এই খাদ্য সামগ্রী। এ সময়ে তার সাথে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, বর্তমানে লক ডাউনে শহর ও গ্রাঞ্চলের অনেক দিনমজুর মানুষের দুঃসময় চলছে। তাদের পাশে দাঁড়াতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন। শনিবার তিনি শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেশ কিছু হতদরিদ্র মানুষের হাতে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি ভোজ্য তেল, আধা কেজি লবন ও ২ টি সাবানের একটি করে প্যাকেট তাদের হাতে তুলে দেন। সাথে সাথে বাড়ি থেকে না বের হওয়ার কথা বলে দেন। এছাড়াও তিনি তাদের হাতে ১’শত করে নগদ টাকা তুলে দেন।
ইউএনও আরো জানান, এখনো সরকারী সহায়তা তার হাতে এসে পৌছায়নি। এখন যা করছেন নিজ উদ্যোগেই মানুষের স্বেচ্ছায় দেয়া তহবিল থেকে কিনে দিচ্ছেন। তিনি মানুষের জন্য এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।