ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গয়েশ্বরকে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে : হারুন

  • Reporter Name
  • Update Time : ০৭:৫০:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ১১৮ Time View

ফাইল ছবি-

সবুজদেশ ডেস্কঃ

ডিবি কার্যালয় থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার (২৯ জুলাই) বেলা ৩টার দিকে ডিবি কার্যালয়ের গেটে তিনি এ তথ্য জানান।

ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, “বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে সংঘর্ষের সময় সেভ করা হয়। ওই সময়ও বিএনপির কর্মীরা ঢিল ছুড়তে থাকেন। তাকে সেভ করে ডিবি কার্যালয়ে আনা হয়। এরপর ডিবির গাড়িতে করে গয়েশ্বরের বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।”

এর আগে রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশমুখ) মোড়ে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। সেখানে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।

জানা গেছে, বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা।

সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে পুলিশ। 

Tag :