ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে ঢুকে চোর মেরে ফেলল গৃহস্বামীকে

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • ২৮১ বার পড়া হয়েছে।

যশোরঃ

অভয়নগরে দেবাশীষ সরকার ওরফে সঞ্জয় (৪৫) নামে এক পাটকল কর্মচারী চোরের আঘাতে নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে চলিশিয়া গ্রামে চোরেরা ঘরে ঢুকে শাবল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মারা যান। ওই সময় গুরুতর আহত হয়েছেন সঞ্জয়ের স্ত্রী রিপা সরকার (৩৪)।

নিহত দেবাশীষ অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের গৌরচন্দ্র সরকারের ছেলে। তিনি অভয়নগর উপজেলার রাজঘাটে অবস্থিত যশোর জুট ইন্ডাস্ট্রিজে (জেজেআই) হিসাব বিভাগে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন।

পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রোববার রাত আড়াইটার দিকে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে দুই চোর। টের পেয়ে দেবাশীষ সরকার ও তার স্ত্রী রিপা চোরদের বাধা দেন। ওই সময় চোরেরা ঘরে থাকা শাবল দিয়ে তাদের দুজনের মাথায় আঘাত করে। এতে তারা গুরুতর জখম হন। চোররা দেবাশীষের মা মিনতি সরকারকেও (৬২) লাঠি দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা সেখানে এলে চোররা পালিয়ে যায়। প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় দেবাশীষ ও তার স্ত্রীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত তিনটা ৪২ মিনিটে দেবাশীষ সরকার সেখানে মারা যান। অবস্থার অবনতি হলে রিপা সরকারকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, চুরি করতে বাধা দেওয়ায় চোরদের হামলায় গুরুতর দেবাশীষ সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রীর অবস্থাও আশংকাজনক।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশের একাধিক টিম ঘটনাটি তদন্ত করছে। আশা করা হচ্ছে, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

সবুজদেশ/এসইউ

Tag :

ঘরে ঢুকে চোর মেরে ফেলল গৃহস্বামীকে

Update Time : ০৮:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১

যশোরঃ

অভয়নগরে দেবাশীষ সরকার ওরফে সঞ্জয় (৪৫) নামে এক পাটকল কর্মচারী চোরের আঘাতে নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে চলিশিয়া গ্রামে চোরেরা ঘরে ঢুকে শাবল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মারা যান। ওই সময় গুরুতর আহত হয়েছেন সঞ্জয়ের স্ত্রী রিপা সরকার (৩৪)।

নিহত দেবাশীষ অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের গৌরচন্দ্র সরকারের ছেলে। তিনি অভয়নগর উপজেলার রাজঘাটে অবস্থিত যশোর জুট ইন্ডাস্ট্রিজে (জেজেআই) হিসাব বিভাগে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন।

পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রোববার রাত আড়াইটার দিকে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে দুই চোর। টের পেয়ে দেবাশীষ সরকার ও তার স্ত্রী রিপা চোরদের বাধা দেন। ওই সময় চোরেরা ঘরে থাকা শাবল দিয়ে তাদের দুজনের মাথায় আঘাত করে। এতে তারা গুরুতর জখম হন। চোররা দেবাশীষের মা মিনতি সরকারকেও (৬২) লাঠি দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা সেখানে এলে চোররা পালিয়ে যায়। প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় দেবাশীষ ও তার স্ত্রীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত তিনটা ৪২ মিনিটে দেবাশীষ সরকার সেখানে মারা যান। অবস্থার অবনতি হলে রিপা সরকারকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, চুরি করতে বাধা দেওয়ায় চোরদের হামলায় গুরুতর দেবাশীষ সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্ত্রীর অবস্থাও আশংকাজনক।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশের একাধিক টিম ঘটনাটি তদন্ত করছে। আশা করা হচ্ছে, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

সবুজদেশ/এসইউ