ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি’- নেতাকর্মীদের উদ্দেশ্যে ফিরোজ

 

দলের যারা অপকর্মে লিপ্ত তাদের উদ্দেশ্য করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় কালীগঞ্জ উপজেলার হরদেবপুর গ্রামের মাঠে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় প্রায় ৫ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজ, দুষ্কৃতিকারীরা কালীগঞ্জে বসবাস করতে পারবে না। তাদের আশ্রয় হবে ঝিনাইদহ জেলখানায়। যারা অপকর্মে জড়িত তাদের কোন ছাড় দেওয়া হবে না। অন্যায়কারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ আরো বলেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই মিলেমিশে বসবাস করতে হবে। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে।

নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র ভিত্তিক মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন অনীতা রানী বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

‘ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি’- নেতাকর্মীদের উদ্দেশ্যে ফিরোজ

Update Time : ০৭:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

 

দলের যারা অপকর্মে লিপ্ত তাদের উদ্দেশ্য করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় কালীগঞ্জ উপজেলার হরদেবপুর গ্রামের মাঠে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় প্রায় ৫ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজ, দুষ্কৃতিকারীরা কালীগঞ্জে বসবাস করতে পারবে না। তাদের আশ্রয় হবে ঝিনাইদহ জেলখানায়। যারা অপকর্মে জড়িত তাদের কোন ছাড় দেওয়া হবে না। অন্যায়কারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ আরো বলেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই মিলেমিশে বসবাস করতে হবে। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে।

নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র ভিত্তিক মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন অনীতা রানী বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা।

সবুজদেশ/এসএএস