ঘূর্ণিঝড় ‘আমফান’ বুধবার ভোরে পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে
সবুজদেশ ডেস্কঃ
করোনার মহামারীতে এবার যোগ হয়েছে আরেক দুর্যোগ ঘূর্ণিঝড় আমফান। শনিবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি এ ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উড়িষ্যা।
ভারতের আবহাওয়া দফতর বলছে, আগামী ২০ মে ভোরে ঝড়টি স্থলভূমিতে প্রবেশ করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী মঙ্গলবার থেকেই উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। বুধবার এ বৃষ্টিপাতের সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া।
আমফানের নামকরণ করেছে থাইল্যান্ড। এই নামের সঙ্গে সঙ্গে উত্তর ভারতীয় মহাসাগরে ঘূর্ণিঝড়ের নাম-তালিকার প্রথম পর্ব শেষ হলো। ইতিমধ্যে দ্বিতীয় তালিকাও প্রস্তুত হয়ে গেছে।
ঘূর্ণিঝড়ের সতর্কতা পেয়েই বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি নেয়া শুরু করেছে ভারত। ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার প্রতিনিধিদের সঙ্গে এই দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন কেন্দ্রের ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।
রাজ্যের পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীকেও প্রস্তুত থাকতে বলেছেন। কেন্দ্রের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখছে।