ফাইল ছবি

সবুজদেশ ডেস্কঃ

আরব সাগরে সৃষ্টি হতে যাওয়া ঝূর্ণিঝড় নিসর্গের প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়াবিদরা।

আজ সোমবার (১ জুন) সকালে আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, ‘ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাব আমাদের টেরিটোরির (ভূখণ্ড) মধ্যে পড়ার সম্ভাবনা নেই। ওটা আরব সাগরের বিষয়। আমাদের টেরিটোরির ভেতরে না। তাই ওটা নিয়ে আমাদের মাথা গরম করার দরকার নাই। ঝূর্ণিঝড়টি স্থলভাবে উঠে গেলে হয়তো আকাশ মেঘলা হবে, বৃষ্টি হবে। কিন্তু ওইরকম প্রভাব পড়বে না। সেটা কেবল সৃষ্টি হয়েছে, এখনও ঘূর্ণিঝড় হয় নাই।’

আর গতকাল রোববার রাতে আবহাওয়াবিদ আরিফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে নিসর্গের প্রভাব পড়বে। নিসর্গ হলেই যে বাংলাদেশে আসবে এমন কোনো কথা নাই। নিসর্গ আরব সাগরে হওয়ার কথা রয়েছে। সেখানে হলে এটা ভারতীয় উপকূলে যেতে পারে। বাংলাদেশে নিসর্গ আসার সম্ভাবনা কম।’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here