ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চরম দারিদ্রসীমার নিচে যেতে পারে ১০০ কোটির বেশি মানুষ : ইউএনডিপি

Reporter Name

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনাভাইরাসের দীর্ঘ মেয়াদী প্রভাবের কারণে ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ২০.৭ কোটি মানুষ চরম দারিদ্রসীমার নিচে যেতে পারে। এতে করে চরম দারিদ্র্যসীমায় থাকা মানুষে সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক নতুন সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

তবে এটাই শেষ কথা নয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দৃষ্টি দিয়ে বিনিয়োগের মাধ্যমে চরম দারিদ্রসীমায় যাওয়ার গতিকে টেনে ধরতে পারলে, করোনা মহামারির আগে উন্নয়নের যে গতি ছিল, তাকেও ছাড়িয়ে যেতে পারে।

প্রসঙ্গত, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী প্রায় ৭ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নতুন শনাক্ত নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৬৫৭ জনে এবং মোট মারা গেছেন ১৪ লাখ ৯১ হাজার ৫৫৯ জন।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৮২৫ ব্যক্তি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

সূত্র : ইউএনবি

About Author Information
আপডেট সময় : ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
২৭২ Time View

চরম দারিদ্রসীমার নিচে যেতে পারে ১০০ কোটির বেশি মানুষ : ইউএনডিপি

আপডেট সময় : ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনাভাইরাসের দীর্ঘ মেয়াদী প্রভাবের কারণে ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ২০.৭ কোটি মানুষ চরম দারিদ্রসীমার নিচে যেতে পারে। এতে করে চরম দারিদ্র্যসীমায় থাকা মানুষে সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক নতুন সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

তবে এটাই শেষ কথা নয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দৃষ্টি দিয়ে বিনিয়োগের মাধ্যমে চরম দারিদ্রসীমায় যাওয়ার গতিকে টেনে ধরতে পারলে, করোনা মহামারির আগে উন্নয়নের যে গতি ছিল, তাকেও ছাড়িয়ে যেতে পারে।

প্রসঙ্গত, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী প্রায় ৭ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নতুন শনাক্ত নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৬৫৭ জনে এবং মোট মারা গেছেন ১৪ লাখ ৯১ হাজার ৫৫৯ জন।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৮২৫ ব্যক্তি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

সূত্র : ইউএনবি