জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ঝিনাইদহের নিজ বাড়িতে মঙ্গলবার (২১ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
শতবর্ষী হলেও মাহবুব আলী খান ছিলেন সুস্থ। তেমন কোনো বার্ধক্যজনিত রোগবালাই ছিল না তার।
বাবার মৃত্যুর সংবাদ জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে মনির গণমাধ্যমকে বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় বাবা চলে গেছেন। আগামীকাল সকাল ১১ টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে তার নামাজে জানাজা ও সেখানেই তাকে দাফন করা হবে।
গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু খেতাব ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই শিল্পী।
সবুজদেশ/এসইউ