চাঁদাবাজির অভিযোগে কুষ্টিয়া যুবলীগের দুই নেতা আটক
কুষ্টিয়াঃ
চাঁদাবাজি মামলাসহ বিভিন্ন অভিযোগে কুষ্টিয়া সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও কুষ্টিয়া শহর যুবলীগের আহবায়ক আশরাফুজ্জামান সুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে মিজানুর রহমান মিজুকে আটক হয়।
এদিকে শুক্রবার রাত ১০টার দিকে শহরের হরিসংকরপুরের আশরাফুজ্জামান সুজনের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত,টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও কুষ্টিয়া শহর যুবলীগের আহবায়ক আশরাফুজ্জামান সুজনের বিরুদ্ধে। এসব কারনে তাদের আটক করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান,ইসলামী বিশ্ববিদ্যালয় থানার চাঁদাবাজি মামলায় তাদেরকে আটক করা হয়েছে।
গত দুই বছর আগে কুষ্টিয়া সদর থানা যুবলীগের কমিটি হয় সেখানে মিজানুর রহমান মিজুকে সাধারণ সম্পাদক নিবাচিত করা হয়। অন্যদিকে শহর যুবলীগের তিন মাসের কমিটি দেওয়া হয়েছিল। যেখানে তিনবছর পার হয়ে গেলেও নতুন কমিটি হয়নি সেই কমিটির আহবায়ক ছিলেন আশরাফুজ্জামান সুজন।