ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চাচাতো ভাইদের হামলায় আহত পরিবহন চালকের মৃত্যু

Reporter Name

যশোর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় জমি নিয়ে দ্বন্দে চাচাতো ভাইদের হামলায় আহত মুক্তার হোসেন (৫৫) নামে এক পরিবহন চালক মারা গেছেন। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুক্তার হোসেন উপজেলার মসিয়ূরনগর গ্রামের জাহাবক্সের ছেলে। তিনি চৌগাছা-ঢাকা রুটে চলাচলকারী রয়েল পরিবহনের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মশিয়ুরনগর গ্রামের আব্দুল মান্নানের একখন্ড জমি নিয়ে তার চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৩০ মার্চ সকাল সাড়ে ৬ টার দিকে আব্দুল মান্নান ওই জমিতে ভাই ও ভাতিজাদের সাথে নিয়ে পাটের বীজ বপন করছিলেন। এতে বাঁধা প্রদান করেন প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা। এ নিয়ে কথা কাটাকাটি হয় উভয়ের মধ্যে। এক পর্যায়ে চাচাতো ভাই আনিছুর রহমান, মিজান, শরিফুল, রিংকু, জনি, আরিফ, তারিখ, আলমগীর ও জসিমের সাথে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্র দা, রড, কোদালের আঘাতে গুরুতর আহত হন জমির মালিক আব্দুল মান্নান (৫২) তার ভাই মুক্তার হোসেন (৫৫), মিন্টু (৪২), ইয়াকুব আলী (৫২) ও ইয়াকুবের ছেলে শিমুল হোসেন (৩০)।

আহতদের প্রথমে চৌগাছা উপজেলা হাসপাতালে নিয়ে যান। আহত আব্দুল মান্নান, মুক্তার হোসেন, ইয়াকুব আলীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বৃহস্পতিবার দুপুরে মুক্তার হোসেনের শারিরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন জানান, জমি নিয়ে দ্বন্দে এ ঘটনা ঘটেছে। মুক্তার হোসেন চৌগাছা-ঢাকা রুটে চলাচলকারী রয়েল পরিবহনের চালক। করোনা ভাইসের কারনে গাড়ী চলাচল বন্ধ থাকায় তিনি বাড়ীতে ছিলেন।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, হামলার দিনই মামলা হয়েছে। হামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মুক্তার হোসেন মারা যাওয়ায় ওই মামলাটি হত্যা মামলায় অন্তর্ভূক্ত করা হবে।

About Author Information
আপডেট সময় : ০৭:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
২৭২ Time View

চাচাতো ভাইদের হামলায় আহত পরিবহন চালকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০

যশোর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় জমি নিয়ে দ্বন্দে চাচাতো ভাইদের হামলায় আহত মুক্তার হোসেন (৫৫) নামে এক পরিবহন চালক মারা গেছেন। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুক্তার হোসেন উপজেলার মসিয়ূরনগর গ্রামের জাহাবক্সের ছেলে। তিনি চৌগাছা-ঢাকা রুটে চলাচলকারী রয়েল পরিবহনের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মশিয়ুরনগর গ্রামের আব্দুল মান্নানের একখন্ড জমি নিয়ে তার চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৩০ মার্চ সকাল সাড়ে ৬ টার দিকে আব্দুল মান্নান ওই জমিতে ভাই ও ভাতিজাদের সাথে নিয়ে পাটের বীজ বপন করছিলেন। এতে বাঁধা প্রদান করেন প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা। এ নিয়ে কথা কাটাকাটি হয় উভয়ের মধ্যে। এক পর্যায়ে চাচাতো ভাই আনিছুর রহমান, মিজান, শরিফুল, রিংকু, জনি, আরিফ, তারিখ, আলমগীর ও জসিমের সাথে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় অস্ত্র দা, রড, কোদালের আঘাতে গুরুতর আহত হন জমির মালিক আব্দুল মান্নান (৫২) তার ভাই মুক্তার হোসেন (৫৫), মিন্টু (৪২), ইয়াকুব আলী (৫২) ও ইয়াকুবের ছেলে শিমুল হোসেন (৩০)।

আহতদের প্রথমে চৌগাছা উপজেলা হাসপাতালে নিয়ে যান। আহত আব্দুল মান্নান, মুক্তার হোসেন, ইয়াকুব আলীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বৃহস্পতিবার দুপুরে মুক্তার হোসেনের শারিরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন জানান, জমি নিয়ে দ্বন্দে এ ঘটনা ঘটেছে। মুক্তার হোসেন চৌগাছা-ঢাকা রুটে চলাচলকারী রয়েল পরিবহনের চালক। করোনা ভাইসের কারনে গাড়ী চলাচল বন্ধ থাকায় তিনি বাড়ীতে ছিলেন।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, হামলার দিনই মামলা হয়েছে। হামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মুক্তার হোসেন মারা যাওয়ায় ওই মামলাটি হত্যা মামলায় অন্তর্ভূক্ত করা হবে।