ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কড়া নজরদারিতে বিজিবি

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে।

 

কোরবানির পশুর চামড়া পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সাতক্ষীরার ভোমরা আইসিপি সংলগ্ন এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক।

তিনি বলেন, ‘‘সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ঠেকাতে আমরা কড়া নজরদারি চালাচ্ছি। দেশের খামারিরা যেন ন্যায্য দাম পান এবং বাজারে অস্থিতিশীলতা না তৈরি হয়, সে বিষয় মাথায় রেখেই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এছাড়া, কোরবানির পশুর চামড়া পাচার রোধেও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, ‘‘ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য বিজিবি সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সদা সচেষ্ট ও তৎপর রয়েছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

চামড়া পাচার ঠেকাতে সীমান্তে কড়া নজরদারিতে বিজিবি

Update Time : ০৮:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

 

কোরবানির পশুর চামড়া পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সাতক্ষীরার ভোমরা আইসিপি সংলগ্ন এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক।

তিনি বলেন, ‘‘সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ঠেকাতে আমরা কড়া নজরদারি চালাচ্ছি। দেশের খামারিরা যেন ন্যায্য দাম পান এবং বাজারে অস্থিতিশীলতা না তৈরি হয়, সে বিষয় মাথায় রেখেই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এছাড়া, কোরবানির পশুর চামড়া পাচার রোধেও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, ‘‘ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য বিজিবি সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সদা সচেষ্ট ও তৎপর রয়েছে।

সবুজদেশ/এসইউ