ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চিন্ময়ের ‘উগ্র’ অনুসারীদের থামাতে সরকারের প্রতি আহ্বান আহমাদুল্লাহর

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় প্রাণ হারিয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর চট্টগ্রামে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

আইনজীবী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনোরূপ দ্বিধা করা যাবে না।’

এই প্রতিকূল সময়ে সবাইকে ধৈর্যধারণ করার আহ্বান জানিয়ে আহমাদুল্লাহ যোগ করেন, ‘সেই সাথে সর্বস্তরের মুসলিমদের বলব, সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন। কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা দেওয়া সমীচীন হবে না।’

প্রসঙ্গত, সোমবার (২৫ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তার একদল অনুসারী রাজধানীর ডিবি কার্যালয়ে সামনে গিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে।

জানা যায়, গত ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। সে মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৮:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
৮ Time View

চিন্ময়ের ‘উগ্র’ অনুসারীদের থামাতে সরকারের প্রতি আহ্বান আহমাদুল্লাহর

আপডেট সময় : ০৮:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

 

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় প্রাণ হারিয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর চট্টগ্রামে এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

আইনজীবী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনোরূপ দ্বিধা করা যাবে না।’

এই প্রতিকূল সময়ে সবাইকে ধৈর্যধারণ করার আহ্বান জানিয়ে আহমাদুল্লাহ যোগ করেন, ‘সেই সাথে সর্বস্তরের মুসলিমদের বলব, সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন। কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা দেওয়া সমীচীন হবে না।’

প্রসঙ্গত, সোমবার (২৫ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তার একদল অনুসারী রাজধানীর ডিবি কার্যালয়ে সামনে গিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে।

জানা যায়, গত ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। সে মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সবুজদেশ/এসইউ