ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: এনডিটিভি

সবুজদেশ ডেস্কঃ

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করা সেনাসংখ্যা চীন না কমালে ভারত একপক্ষীয় সেনা কমাবে না বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  

শনিবার লাদাখ প্রশ্নে ভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। খবর এনডিটিভির। 

চীন বিশ্বাসভঙ্গ করেছে জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন, লাদাখ সীমান্তে নয় মাস ধরে উত্তেজনা। ভারত আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাস করে। 

কিন্তু বিষয়টি বিন্দুমাত্র এগিয়ে যায়নি। ফলে কবে এই সংঘাতের নিষ্পত্তি নির্দিষ্ট করে তার কোনো সময়সীমা বলাও সম্ভব হচ্ছে না। 

তিনি আরও জানান, চীন-ভারতের কোনো কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপত্তি তুলেছে ঠিকই, তা সত্বেও ভারত সীমান্ত অঞ্চলে দ্রুতগতিতে পরিকাঠামো উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here