বাংলা নববর্ষের প্রথম দিনেই চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়-বৃষ্টির দেখা মিলেছে।
সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টায় হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। টানা দেড় ঘণ্টার এই বৃষ্টিতে গোটা জনপদে শীতলতা নেমে আসে। তবে কালবৈশাখী ঝড়ের প্রভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দিনের শুরুতেই চুয়াডাঙ্গায় তীব্র গরম অনুভূত হচ্ছিল। বিকেলেও ভ্যাপসা গরম ছিল, যার ফলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সন্ধ্যার পরপরই গুমোট আবহাওয়া শুরু হয় এবং রাত সাড়ে ৯টায় শুরু হয় ঝড়ো বাতাস। এর সাথে গুড়ি গুড়ি বৃষ্টির পর তা মুষলধারে রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই বৃষ্টিপাত।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ (ওসি) জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল। রাত ১২টা পর্যন্ত এ জেলায় মোট ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমিয়ে দিয়েছে।
সবুজদেশ/এসইউ