চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আরিফুর রহমান (৩৫)। নিহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন—ওই ইজিবাইকের যাত্রী আলামিন (২২), দেলোয়ার হোসেন (৩০), ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার এক বছর বয়সী সন্তান ইয়াসিন।
নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে তেলবাহী একটি ট্যাংকলরি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক পুরুষ যাত্রী (৪০) নিহত হন। আহত ইজিবাইক চালকসহ অন্যদেরকে সদর হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত এক নারী মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ইজিবাইক চালক আরিফুল মারা যান।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সবুজদেশ/এসএএস