চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মিনাল হোসেন (২২) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনাল ইসলাম পাড়া এলাকার বাসিন্দা ও মরহুম মিন্টু মিয়ার ছেলে।
ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন এবং তার মা শেফালী খাতুনের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মানসিকভাবে অসুস্থ থাকায় মিনাল সাধারণত খুব বেশি বাইরে যেতেন না।
নিহতের মামাতো ভাই বিদ্যুত হোসেন জানান, বিকেলে হঠাৎ করে মিনাল বাড়ি থেকে বের হয়ে ঘোড়ামারা ব্রিজের কাছে রেললাইনের দিকে যান। কিছু সময় পরই জানা যায়, তিনি ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চিলাহাটী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে মিনালের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান আছে।
সবুজদেশ/এসইউ