চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে মাইনুল রহমান জীবন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইনুল রহমান জীবন সদর উপজেলার আমিরপুর গ্রামের আরমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ জীবন ট্রেনের নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রেনের ইঞ্জিনে আটকে থাকা মোটরসাইকেলটি প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা গেটম্যান নিয়োগের দাবিতে দুর্ঘটনাকবলিত রেললাইন অবরোধ করেন। এতে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকে যায় এবং কিছু সময়ের জন্য খুলনাগামী রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি দ্রুত গেটম্যান নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সবুজদেশ/এসইউ