ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০১:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে।

 

চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক। তাদের বিরুদ্ধে দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে।

দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের টিসিবি ও ভিজিডির কার্ড ভাগাভাগি নিয়ে গত শনিবার স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রাণ হারান। এ ঘটনায় গত রোববার নিহতের স্ত্রী নাহিদা খাতুন মুক্তি বাদী হয়ে ৩৭ জনের নামে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার

Update Time : ০১:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন, সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক। তাদের বিরুদ্ধে দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে।

দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের টিসিবি ও ভিজিডির কার্ড ভাগাভাগি নিয়ে গত শনিবার স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রাণ হারান। এ ঘটনায় গত রোববার নিহতের স্ত্রী নাহিদা খাতুন মুক্তি বাদী হয়ে ৩৭ জনের নামে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক।

সবুজদেশ/এসইউ