সবুজদেশ ডেক্সঃ  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদর দপ্তরে আজ বুধবার বিজিবি-বিএসএফ ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজিবি-বিএসএফ উভয় দল সমান সংখ্যক পয়েন্ট পেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতার অংশ হিসেবে গত ১৮ মার্চ ২০১৯ তারিখে ডেপুটি কমান্ড্যান্ট শ্রী অভিনাস কুমার এর নেতৃত্ত্বে মোট ১৪ জন বিএসএফ সদস্য চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নে আগমন করেন এবং আজ ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উপভোগের জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, পিবিজিএম (বার), এনডিসি অতিরিক্ত মহাপরিচালক অপারেশন ও প্রশিক্ষণ শাখা, সদর দপ্তর বিজিবি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আইনুল মোর্শেদ খান পাঠান এবং কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল বেনজীর আহমেদ, এএফডব্লিউসি, পিএসসি।পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক মোঃ ইমাম হাসান।দুর্লভ ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন আরটিভি চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগ, ‘‘মেহেরপুরের চোখ’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here