চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিন্টু হোসেন(৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে দামুড়হুদা লোখনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিন্টু হোসেন উপজেলার লোখনাথপুর গ্রামের মুছা কালির ছেলে।
স্থানীয়রা জানায়, রিন্টুসহ বেশ কয়েকজন শ্রমিক লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় ছাদ ঢালাইয়ের কাজ করছিল। এসময় অসাবধানতা বসত রিন্টুর হাতে থাকা লোহার রড ঘরের পাশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইনের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
সবুজদেশ/এসইউ