ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মেছোবিড়াল হত্যা, অভিযুক্ত গ্রেফতার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৪:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে।

 

চুয়াডাঙ্গায় টেঁটাবিদ্ধ করে নির্মমভাবে বিপন্ন প্রজাতির একটি মেছোবিড়াল হত্যা করা হয়েছে।

এ ঘটনায় শনিবার (২২ মার্চ) দুপুরে অভিযুক্ত যুবক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আলমগীর হোসেন দামুড়হুদা উপজেলার ধন্যঘরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছে বন বিভাগ।

স্থানীয়রা জানান, আলমগীরের বাড়ির পাশে ধানখেত রয়েছে। সেখানে বন্যপ্রাণীর অবাধ যাতায়াত রয়েছে। সম্প্রতি ধানখেতে একটি মেছোবিড়াল দেখতে পান তিনি। মেছোবিড়াল তার হাঁস খেয়ে ফেলতে পারে সেই আশঙ্কা থেকে টেঁটা নিয়ে নিয়মিত পাহারা দেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে একটি মেছোবিড়াল ধানখেতে আসলে পেছনের দিকে টেঁটাবিদ্ধ করে টেনে হিঁচড়ে রাস্তার ওপর নিয়ে আসেন আলমগীর। বিড়ালটি প্রাণে বাঁচতে বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শক্ত করে বিদ্ধ করে রাখা হয় টেঁটা। মৃত্যু নিশ্চিত করে টেঁটামুক্ত করা হয় বিড়ালটিকে।

মেছোবিড়াল টেঁটাবিদ্ধ করে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জড়িত ব্যক্তির বিরুদ্ধে শাস্তির দাবি ওঠে। পরে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীরসহ বন বিভাগের কর্মকর্তা ও জেলার পরিবেশবাদী সংগঠনের নেতারা।

এসময় অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মাটিতে দাফন করা হয়েছে মৃত মেছো বিড়ালটি।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের জন্য বন বিভাগকে বলা হয়েছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মেছোবিড়াল হত্যা, অভিযুক্ত গ্রেফতার

Update Time : ০৪:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

চুয়াডাঙ্গায় টেঁটাবিদ্ধ করে নির্মমভাবে বিপন্ন প্রজাতির একটি মেছোবিড়াল হত্যা করা হয়েছে।

এ ঘটনায় শনিবার (২২ মার্চ) দুপুরে অভিযুক্ত যুবক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আলমগীর হোসেন দামুড়হুদা উপজেলার ধন্যঘরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছে বন বিভাগ।

স্থানীয়রা জানান, আলমগীরের বাড়ির পাশে ধানখেত রয়েছে। সেখানে বন্যপ্রাণীর অবাধ যাতায়াত রয়েছে। সম্প্রতি ধানখেতে একটি মেছোবিড়াল দেখতে পান তিনি। মেছোবিড়াল তার হাঁস খেয়ে ফেলতে পারে সেই আশঙ্কা থেকে টেঁটা নিয়ে নিয়মিত পাহারা দেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে একটি মেছোবিড়াল ধানখেতে আসলে পেছনের দিকে টেঁটাবিদ্ধ করে টেনে হিঁচড়ে রাস্তার ওপর নিয়ে আসেন আলমগীর। বিড়ালটি প্রাণে বাঁচতে বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শক্ত করে বিদ্ধ করে রাখা হয় টেঁটা। মৃত্যু নিশ্চিত করে টেঁটামুক্ত করা হয় বিড়ালটিকে।

মেছোবিড়াল টেঁটাবিদ্ধ করে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জড়িত ব্যক্তির বিরুদ্ধে শাস্তির দাবি ওঠে। পরে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীরসহ বন বিভাগের কর্মকর্তা ও জেলার পরিবেশবাদী সংগঠনের নেতারা।

এসময় অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মাটিতে দাফন করা হয়েছে মৃত মেছো বিড়ালটি।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের জন্য বন বিভাগকে বলা হয়েছে।

সবুজদেশ/এসইউ