ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০১:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে।

 

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। 

গতকাল বুধবার (২ এপ্রিল) বিকালে চুয়াডাঙ্গা সদরের নয়মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত মাহির তাজওয়ার তাজ আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে ঈদের ঘোরাঘুরি করতে বের হয়েছিল তাজ। বিকেলে তারা নয়মাইল এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয় কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী যাওয়ার পথে আলমডাঙ্গার রোয়াকুলি এলাকায় রাত ৮টার দিকে মারা যান তাজ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Update Time : ০১:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

 

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। 

গতকাল বুধবার (২ এপ্রিল) বিকালে চুয়াডাঙ্গা সদরের নয়মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত মাহির তাজওয়ার তাজ আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে ঈদের ঘোরাঘুরি করতে বের হয়েছিল তাজ। বিকেলে তারা নয়মাইল এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয় কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী যাওয়ার পথে আলমডাঙ্গার রোয়াকুলি এলাকায় রাত ৮টার দিকে মারা যান তাজ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ