ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাই: গ্রেফতার ৪

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০২:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে।

 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা লুট করার ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা লুণ্ঠিত মালামালসহ ছিনতাই কাজে ব্যবহৃত ২টি হাসুয়া ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনার দর্শনা হরিশচন্দ্রপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন— দর্শনা হরিশচন্দ্রপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে মওলা বকস্ (৫৪), দামুড়হুদা ওসমানপুর বেদেপোতা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ছালাম (৩৫), দর্শনা সড়াবাড়ীয়া গ্রামের মৃত মজিবর শাহের ছেলে শাহাবুদ্দিন বদ্দি (৪২), দামুড়হুদা পীরপুরকুল্লা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আসকার (৪৬)।

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাব্বির সাগর ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। দর্শনা হরিশচন্দ্রপুর গ্রামে ৪ ছিনতাইকারী সাব্বিরকে কুপিয়ে জখম করে তার স্ত্রীর কাছে থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করেন। এরপর, দর্শনা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এরপর গ্রেফতার আসামিদের কাছে থাকা লুণ্ঠিত স্বর্ণের বালা ও নগদ ২৫ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত ২টি হাসুয়া উদ্ধার করেন।

সবুজদেশ/এসইউ

চুয়াডাঙ্গায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাই: গ্রেফতার ৪

Update Time : ০২:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা লুট করার ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা লুণ্ঠিত মালামালসহ ছিনতাই কাজে ব্যবহৃত ২টি হাসুয়া ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনার দর্শনা হরিশচন্দ্রপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন— দর্শনা হরিশচন্দ্রপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে মওলা বকস্ (৫৪), দামুড়হুদা ওসমানপুর বেদেপোতা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ছালাম (৩৫), দর্শনা সড়াবাড়ীয়া গ্রামের মৃত মজিবর শাহের ছেলে শাহাবুদ্দিন বদ্দি (৪২), দামুড়হুদা পীরপুরকুল্লা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আসকার (৪৬)।

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাব্বির সাগর ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। দর্শনা হরিশচন্দ্রপুর গ্রামে ৪ ছিনতাইকারী সাব্বিরকে কুপিয়ে জখম করে তার স্ত্রীর কাছে থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করেন। এরপর, দর্শনা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এরপর গ্রেফতার আসামিদের কাছে থাকা লুণ্ঠিত স্বর্ণের বালা ও নগদ ২৫ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত ২টি হাসুয়া উদ্ধার করেন।

সবুজদেশ/এসইউ