আল মামুন সোহাগ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলারশিক্ষা স্বাস্থ্য চিকিৎসাসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারদুর্গাপুর গ্রামে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ও কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু। অনুষ্ঠানে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পারদুর্গাপুর সমিতির মহিলা পুরুষ ৩০০ জন সদস্য উপস্থিত ছিলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের সঙ্গে যে সকল সুবিধাভোগীরা রয়েছেন তাদের সকলকেই সচেতন থাকতে হবে।
শিক্ষার জন্য নিজেদের শিশুদের বিদ্যালয়ে পাঠাতে হবে, বাল্য বিয়ে বন্ধ করতেহ হবে। সুবিধাভোগীদের ঋনের পরিমান বাড়ানোর জন্য চেষ্টা করা হবে বলে’।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here