আল মামুর সোহাগ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ জীবননগর উপজেলার মনোহরপুর শিমুলতলা নামক স্হানে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বন্ধু রক্তদান কেন্দ্রের ইউনিয়ন কমিটির সাঃসম্পাদক ও ছাত্রলীগের সক্রিয়কর্মী সাকিলসহ ৬জন আহত হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে জীবননগর -চুয়াডাঙ্গা মহাসড়কের মনোহরপুর শিমুলতলায় পলিটেকনিক স্কুল এন্ড কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।এসময় মোটরসাইকেল চালক জীবননগর ধোপাখালী গ্রামের বুদোর ছেলে বন্ধু রক্তদান কেন্দ্রের ইউনিয়ন কমিটির সাঃসম্পাদক ও ছাত্রলীগের সক্রিয়কর্মী সাকিল,একই গ্রামের শরাফতের ছেলে নাজমুল হুদা ও ইব্রাহিমের ছেলে উমর ফারুক মারাত্মক আহত হয়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,গতকাল মঙ্গলবার জীবননগর থেকে দুরত্বগতিতে বেপরোয়া একটি বনভোজনের লোকালবাস দর্শনা অভিমূখে মনোহরপুর শিমুলতলায় পৌছালে গাড়ির গতি রোধ করতে না পেরে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মূখোমুখী ধাক্কা লাগে এ সময় গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলে থাকা তিন জন রাস্তায় ছিটকে পড়ে এ সময় স্থানীয় জনগন ছুটে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।আহত ১জনের অবস্তা আশস্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রেফার্ড করে।সেখানে অবস্তার আরো অবান্নতি হলে কতব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।খবর পেয়ে হাসপাতালে ছুটে যান,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন,সাবেক জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহম্মেদ অন্জন ও সাঃ সম্পাদক ওয়াসিম রাজা,বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি ও সাঃসম্পাদক মিথুন মাহমুদ এসময় আহত সাকিলের শারীরিক খোঁজ খবর নেন। 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here