ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ের বৈঠক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে।

 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে কমান্ডার পর্যায়ের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের ৩২ ব্যাটালিয়ন বিএসএফের আওতাধীন চ্যাংখালী এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম এবং তার নেতৃত্বাধীন ১২ জন স্টাফ অফিসার। অপরদিকে বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার ও তার নেতৃত্বাধীন ১২ জন স্টাফ অফিসার।

দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সীমান্ত হত্যাকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনা শেষে উভয় বাহিনীর কমান্ডাররা সরেজমিনে মেইন পিলার ৬৪, ৬৪/১-এস, ৬৪/২-এস এবং ৬৪/৩-এস সহ মোট ১৮টি সীমান্ত পিলার পরিদর্শন করেন। পাশাপাশি, তারা ওই পিলারসমূহের মধ্যবর্তী প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ জিরো লাইন ধরে হেঁটে পর্যবেক্ষণ করেন।

এ সৌজন্য সাক্ষাৎ সীমান্ত এলাকায় উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ের বৈঠক

Update Time : ০৭:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে কমান্ডার পর্যায়ের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের ৩২ ব্যাটালিয়ন বিএসএফের আওতাধীন চ্যাংখালী এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম এবং তার নেতৃত্বাধীন ১২ জন স্টাফ অফিসার। অপরদিকে বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার ও তার নেতৃত্বাধীন ১২ জন স্টাফ অফিসার।

দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সীমান্ত হত্যাকাণ্ড প্রতিরোধ, মাদক ও চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনা শেষে উভয় বাহিনীর কমান্ডাররা সরেজমিনে মেইন পিলার ৬৪, ৬৪/১-এস, ৬৪/২-এস এবং ৬৪/৩-এস সহ মোট ১৮টি সীমান্ত পিলার পরিদর্শন করেন। পাশাপাশি, তারা ওই পিলারসমূহের মধ্যবর্তী প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ জিরো লাইন ধরে হেঁটে পর্যবেক্ষণ করেন।

এ সৌজন্য সাক্ষাৎ সীমান্ত এলাকায় উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

সবুজদেশ/এসইউ