চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারী ২২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার মেইন পিলার-৭৬ এর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয়। হস্তান্তর ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর বিএসএফ তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়। সাজা ভোগ ও প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মতবিনিময় করেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক হায়দার আলী বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ২২ বাংলাদেশি নাগরিককে আমরা আজ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছি। সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। পাশাপাশি জনগণকে সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।
সবুজদেশ/এসইউ