আল মামুন সোহাগ ( চুয়াডাঙ্গা প্রতিনিধি ) :  চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দিনব্যাপী এপার বাংলা ওপার বাংলার কবি সম্মেলনে বক্তরা বলেন মানবতার মূর্তপ্রতীক, শোষিত – নিপীড়িত মানুষের মুক্তির রুপকার ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিন্তা -চেতনা গনমানুষের মধ্যে বিকশিত করার লক্ষে–দামুড়হুদার কার্পাসডাঙ্গায় এপার বাংলা ওপার বাংলা কবি সম্মেলন ও আলোচনা,কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইনের আয়োজনে এ সম্মেলন কার্পাসডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।এ সব কবির পদচারণায় মুখরিত হয়ে ওঠে কার্পাসডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে। সকালে দু’ বাংলার কবি জাতীয় কবির স্মৃতি ফলকে পুষ্পার্ঘ্য অর্পন করেন। নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইনের সভাপতি লাভলু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামৃড়হুদা উপজেলা আ,লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। প্রধান আলোচক নজরুল ভাবুক কবি এইচ এম সিরাজ, উদ্বোধক কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘরের মালিক মি: প্রকৃতি বিশ্বাস, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক ছড়া সম্রাট আহাদ আলী মোল্লা, দামৃড়হুদা উপজেলা আ,লীগের সহ সভাপতি সহিদুল হক,কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, ইউনিয়ন আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক উর রহমান,কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুর রহমান আসাদ, ভারতের কবি অজয় চক্রবর্তী,বিদ্যুৎ দাস ,আছহাব উদ্দীন, বাংলাদেশের কবি মামুনুর রশীদ, আনোয়ারুল ইসলাম, এম আলম অন্ত, ফিরোজা বেগম খান, শরিফ সাথী, অমিতাভ মীর , রবিউল হোসেন শুকলাল,জাহিদুর রহমান মুকুল, মাহবুবুর রহমান, রাকিবুল হাসান, আব্দুল আলিম, রঘুনাথ পাল, আকলিমা খাতুন, খায়রুল বাসার, রমজান আলী, আলাউদ্দীন, সুমাইয়া খাতুন,বিজয় রায়। এ সময় প্রধান অতিথি সিরাজুল আলম ঝন্টু বলেন, গানের দেশ, কবিতার দেশ, ছবির দেশ এবং আতিথেয়তার দেশ বাংলাদেশ। এদেশের কার্পাসডাঙ্গা মাটিতে কবির বসবাসের স্হান হিসেব বেচে নেন। ভারতের কবি আছহাব উদ্দিন বলেন,কবিতা মানব হৃদয়ের শুভ চেতনার প্রতীক। আর এ কবিতা উৎসব দেখে মনে হচ্ছে বাঙালির শুভ চেতনার দুর্গ হচ্ছে চুয়াডাঙ্গা জেলাতে। বাংলাদেশের নজরুল গবেষক কবি এইচ এম সিরাজ বলেন, কাঁটাতারের সীমানা পেরিয়ে এসেছে কবি ও কবিতা। বাংলার কবি ও কবিতা প্রেমী মানুষের এ মিলন মেলা বলে দেয় বাঙালি এক দেহ এক প্রাণ। দ্বিতীয় অধিবেশনে পরে বিকালে কার্পাসডাঙ্গাা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এম এ গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি বিশিষ্ট গুনীজনদের সম্মাননায় ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করেন । অনুষ্ঠান শেষে এপার বাংলা ওপার বাংলা কবিদের সম্মাননায় স্হানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম ও নজরুল স্মৃতি সংসদ অনলাইনের সাধারন সম্পাদক এস এম শিপলু।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here