ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এসআই নিহত

Reporter Name

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের উপপরিদর্শক এসআই মিল্টন সরকার (৩০) নিহত হয়েছেন।

রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিল্টন সরকার ঝালকাঠি জেলার নলছিটি থানার রানপাশা গ্রামের সুভাষ চন্দ্র সরকারের ছেলে। তিনি দামুড়হুদা মডেল থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

মিল্টনের মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী কনস্টেবল দীপক জানান, থানা থেকে বের হয়ে উপজেলা শহরের ওদুদ শাহ কলেজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের ওপরেই ছিটকে পড়ে মিল্টন সরকার। দ্রুতগামী ট্রাকটি এ সময় পালানোর চেষ্টা করলে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মিল্টন সরকার।

দামুড়হুদা মডেল থানার ওসি আবদুল খালেক জানান, রোববার রাতে নিয়মিত টহল ডিউটির জন্য নিজ মোটরসাইকেলে থানা থেকে বের হন মিল্টন সরকার ও কনস্টেবল দীপক। কিছুক্ষণ পরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছান।

কিন্তু সেখানে গিয়ে তাকে আর জীবিত পাওয়া যায়নি। ঘটনার পর থেকে ঘাতক ট্রাক ও চালক পলাতক রয়েছেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক পদে যোগদান করেন মিল্টন সরকার। তার বাবাও বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য। তার বিপি নং-৮৬১৩১৫১৪১৫। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

About Author Information
আপডেট সময় : ০১:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
৩১৪ Time View

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এসআই নিহত

আপডেট সময় : ০১:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের উপপরিদর্শক এসআই মিল্টন সরকার (৩০) নিহত হয়েছেন।

রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিল্টন সরকার ঝালকাঠি জেলার নলছিটি থানার রানপাশা গ্রামের সুভাষ চন্দ্র সরকারের ছেলে। তিনি দামুড়হুদা মডেল থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

মিল্টনের মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী কনস্টেবল দীপক জানান, থানা থেকে বের হয়ে উপজেলা শহরের ওদুদ শাহ কলেজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের ওপরেই ছিটকে পড়ে মিল্টন সরকার। দ্রুতগামী ট্রাকটি এ সময় পালানোর চেষ্টা করলে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মিল্টন সরকার।

দামুড়হুদা মডেল থানার ওসি আবদুল খালেক জানান, রোববার রাতে নিয়মিত টহল ডিউটির জন্য নিজ মোটরসাইকেলে থানা থেকে বের হন মিল্টন সরকার ও কনস্টেবল দীপক। কিছুক্ষণ পরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছান।

কিন্তু সেখানে গিয়ে তাকে আর জীবিত পাওয়া যায়নি। ঘটনার পর থেকে ঘাতক ট্রাক ও চালক পলাতক রয়েছেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক পদে যোগদান করেন মিল্টন সরকার। তার বাবাও বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য। তার বিপি নং-৮৬১৩১৫১৪১৫। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।