ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণের

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ২৩৪ বার পড়া হয়েছে।

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২২ বছর বয়সী তরুণের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা-খুলনা রেলপথের দর্শনা হল্ট স্টেশনের অদূরে আনোয়ারপুর এলাকায় গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তরুণের নাম-পরিচয় জানা যায়নি।

জিআরপি পুলিশের দর্শনা ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে দর্শনা হল্ট স্টেশনে রেখেছেন। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত নিহত তরুণের পরিচয় শনাক্ত করা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাব্বুর রহমান কাজল বলেন, গতকাল রাত নয়টার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই তরুণ মারা যান। ধারণা করা হচ্ছে, নিহত তরুণ হকার ছিলেন এবং চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেছেন।

রেলওয়ে পুলিশ (জিআরপি) পোড়াদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন আজ সকালে বলেন, পরিচয় নিশ্চিত করতে ঝিনাইদহের পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত হলে স্বজনদের কাছে, না হলে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Tag :

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণের

Update Time : ১১:৫৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২২ বছর বয়সী তরুণের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা-খুলনা রেলপথের দর্শনা হল্ট স্টেশনের অদূরে আনোয়ারপুর এলাকায় গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তরুণের নাম-পরিচয় জানা যায়নি।

জিআরপি পুলিশের দর্শনা ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে দর্শনা হল্ট স্টেশনে রেখেছেন। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত নিহত তরুণের পরিচয় শনাক্ত করা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাব্বুর রহমান কাজল বলেন, গতকাল রাত নয়টার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই তরুণ মারা যান। ধারণা করা হচ্ছে, নিহত তরুণ হকার ছিলেন এবং চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেছেন।

রেলওয়ে পুলিশ (জিআরপি) পোড়াদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন আজ সকালে বলেন, পরিচয় নিশ্চিত করতে ঝিনাইদহের পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত হলে স্বজনদের কাছে, না হলে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হবে।