ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনায় ২, উপসর্গে ৫ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:১৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ১৭৫ বার পড়া হয়েছে।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে ২৬৭টি নমুনা পরীক্ষায় আরও ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- জেলার জীবননগর উপজেলার অনন্তপুর গ্রামের মোহাম্মদ হক (৬৫) এবং দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের হুমায়ুন কবির (৪০)। মৃত দুজনই নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।

এছাড়া উপসর্গে মৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের মো. পরিবতের ছেলে হাসেম আলী (৭০), আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের জুলমত আলী শেখের ছেলে এনামুল হক (৮০) এবং একই উপজেলার সোহাগপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার (৩৬)।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় নতুন শনাক্ত ৮৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৪ জন, দামুড়হুদা উপজেলায় ২০ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৬ জন এবং জীবননগর উপজেলায় ২৬ জন। বর্তমানে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১ হাজার ১৯ জন।

Tag :

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনায় ২, উপসর্গে ৫ জনের মৃত্যু

Update Time : ১১:১৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে ২৬৭টি নমুনা পরীক্ষায় আরও ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- জেলার জীবননগর উপজেলার অনন্তপুর গ্রামের মোহাম্মদ হক (৬৫) এবং দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের হুমায়ুন কবির (৪০)। মৃত দুজনই নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।

এছাড়া উপসর্গে মৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের মো. পরিবতের ছেলে হাসেম আলী (৭০), আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের জুলমত আলী শেখের ছেলে এনামুল হক (৮০) এবং একই উপজেলার সোহাগপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার (৩৬)।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় নতুন শনাক্ত ৮৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৪ জন, দামুড়হুদা উপজেলায় ২০ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৬ জন এবং জীবননগর উপজেলায় ২৬ জন। বর্তমানে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১ হাজার ১৯ জন।