ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

Reporter Name

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সীমান্তে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ কুষুম পোদ্দার নামে একজনকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ২ কোটি ২ লাখ টাকা।

বৃহস্পতিবার সকাল ৭টার সময় চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদস্যরা দর্শনা হঠাৎপাড়া নামক স্থান থেকে ওই ব্যক্তিকে আটক ও স্বর্ণগুলো জব্দ করেছে।

কুষুম পোদ্দার (৪৭) গাজীপুর জেলার টঙ্গী থানার টঙ্গীভরান গ্রামের সাধন পোদ্দারের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, চুয়াডাঙ্গা জেলার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের সুলতানপুর ক্যাম্পের বিজিবির টহল দল দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে কুষুম পোদ্দার নামের ওই ব্যক্তিকে বাস থেকে রেলক্রসিং এলাকায় নামে। বিজিবির সশস্ত্র টহল দল সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে পেঁচানো কাপড়ের বেল্টের ভিতর থেকে ছোট বড় ৪টি স্বর্ণের উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম, আনুমানিক মূল্য ২ কোটি ২ লাখ টাকা। সঙ্গে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি স্বর্ণ চোরাচালান মামলা দায়ের করেছেন। আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করেছে।

Tag :

About Author Information
Update Time : ০৮:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
৯০ Time View

চুয়াডাঙ্গায় ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ

Update Time : ০৮:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সীমান্তে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ কুষুম পোদ্দার নামে একজনকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ২ কোটি ২ লাখ টাকা।

বৃহস্পতিবার সকাল ৭টার সময় চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদস্যরা দর্শনা হঠাৎপাড়া নামক স্থান থেকে ওই ব্যক্তিকে আটক ও স্বর্ণগুলো জব্দ করেছে।

কুষুম পোদ্দার (৪৭) গাজীপুর জেলার টঙ্গী থানার টঙ্গীভরান গ্রামের সাধন পোদ্দারের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, চুয়াডাঙ্গা জেলার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের সুলতানপুর ক্যাম্পের বিজিবির টহল দল দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে কুষুম পোদ্দার নামের ওই ব্যক্তিকে বাস থেকে রেলক্রসিং এলাকায় নামে। বিজিবির সশস্ত্র টহল দল সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে পেঁচানো কাপড়ের বেল্টের ভিতর থেকে ছোট বড় ৪টি স্বর্ণের উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম, আনুমানিক মূল্য ২ কোটি ২ লাখ টাকা। সঙ্গে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি স্বর্ণ চোরাচালান মামলা দায়ের করেছেন। আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করেছে।