ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা দামুড়হুদার কুড়ুলগাছিতে প্রেমের বিয়ে দীর্ঘদিন পেরিয়ে গেলেও পাইনি স্ত্রীর অধিকার

Reporter Name
সবুজদেশ ডেক্সঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হামলাতলা মাঝপাড়ার দিনমজুর রেজাউল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে মোর্শেদা খাতুন (১৯) স্ত্রীর অধিকার পেতে ঘুরছে দ্বারে দ্বারে। তবে বিবাহিত স্বামী অর্থাৎ প্রেমিক ছেলের বাবা প্রভাবশালী হওয়ার কারণে ভয়ে অনেকটা জড়ষড় হয়ে আছে মোর্শেদা ও তার পরিবার। কলেজ পড়ুয়া মোর্শেদা স্ত্রীর অধিকার পেতে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও পাচ্ছেনা প্রতিকার। ভূক্তভোগি পরিবার অধিকার পেতে মানবাধিকারের হস্তক্ষেপ কামনা করছে।
ঘটনার বিবরণে জানাগেছে, বিগত পাঁচ বছর যাবৎ একই গ্রামের পশু ডাক্তার শহিদুলের ছেলে শহীদ হোসেন কালামের সাথে কলেজ পড়ুয়া মোর্শেদার চলে আসছিলো প্রেমের সম্পর্ক। প্রেমিক কালাম মোর্শেদাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার দেহ ভোগ করে কলেজ ছাত্রী মোর্দেশেদার এমন অভিযোগের গুঞ্জন এলাকা জুড়ে। প্রেমের টানে এক পর্যায়ে কালাম মোর্শেদাকে বিয়ে করে বলে দাবি মেয়ে ও তার পরিবারের। বিয়ের বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রভাবশালী পশু ডাক্তার শহিদুল ছেলে কালামের বিয়ে কোনভাবেই মেনে নেই না। শুরু হয় কয়েকদফা গ্রাম্য সালিশ। তাতেও কোন প্রতিকার পায়না দরিদ্র মোর্শেদার পরিবার। এক পর্যায়ে শহিদুল গোপনে ছেলে কালামকে বিদেশ পাটিয়ে দেই। মোর্শেদা স্বামীর অধিকার পেতে তার শশুর বাড়িতে বেশ কয়েকবার গেছে কিন্তু আশ্রয় না পেয়ে ফিরে আসে বাবার বাড়ি। স্ত্রীর অধিকার না পেয়ে মোর্শেদা লজ্জায় প্রায় এক বছর যাবৎ কলেজে যেতে পারছেনা। তার দরিদ্র বাবা বিবাহিত মেয়েকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিনাতিপাত করছে। স্বামীর অধিকার পেতে মোর্শেদা বাদি হয়ে চুয়াডাঙ্গা আমলী আদালতে একটি মামলা করেছে বলেও জানাগেছে। চলবে…………।

আল মামুন সোহাগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

About Author Information
আপডেট সময় : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
৮২৬ Time View

চুয়াডাঙ্গা দামুড়হুদার কুড়ুলগাছিতে প্রেমের বিয়ে দীর্ঘদিন পেরিয়ে গেলেও পাইনি স্ত্রীর অধিকার

আপডেট সময় : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
সবুজদেশ ডেক্সঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হামলাতলা মাঝপাড়ার দিনমজুর রেজাউল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে মোর্শেদা খাতুন (১৯) স্ত্রীর অধিকার পেতে ঘুরছে দ্বারে দ্বারে। তবে বিবাহিত স্বামী অর্থাৎ প্রেমিক ছেলের বাবা প্রভাবশালী হওয়ার কারণে ভয়ে অনেকটা জড়ষড় হয়ে আছে মোর্শেদা ও তার পরিবার। কলেজ পড়ুয়া মোর্শেদা স্ত্রীর অধিকার পেতে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেও পাচ্ছেনা প্রতিকার। ভূক্তভোগি পরিবার অধিকার পেতে মানবাধিকারের হস্তক্ষেপ কামনা করছে।
ঘটনার বিবরণে জানাগেছে, বিগত পাঁচ বছর যাবৎ একই গ্রামের পশু ডাক্তার শহিদুলের ছেলে শহীদ হোসেন কালামের সাথে কলেজ পড়ুয়া মোর্শেদার চলে আসছিলো প্রেমের সম্পর্ক। প্রেমিক কালাম মোর্শেদাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার দেহ ভোগ করে কলেজ ছাত্রী মোর্দেশেদার এমন অভিযোগের গুঞ্জন এলাকা জুড়ে। প্রেমের টানে এক পর্যায়ে কালাম মোর্শেদাকে বিয়ে করে বলে দাবি মেয়ে ও তার পরিবারের। বিয়ের বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রভাবশালী পশু ডাক্তার শহিদুল ছেলে কালামের বিয়ে কোনভাবেই মেনে নেই না। শুরু হয় কয়েকদফা গ্রাম্য সালিশ। তাতেও কোন প্রতিকার পায়না দরিদ্র মোর্শেদার পরিবার। এক পর্যায়ে শহিদুল গোপনে ছেলে কালামকে বিদেশ পাটিয়ে দেই। মোর্শেদা স্বামীর অধিকার পেতে তার শশুর বাড়িতে বেশ কয়েকবার গেছে কিন্তু আশ্রয় না পেয়ে ফিরে আসে বাবার বাড়ি। স্ত্রীর অধিকার না পেয়ে মোর্শেদা লজ্জায় প্রায় এক বছর যাবৎ কলেজে যেতে পারছেনা। তার দরিদ্র বাবা বিবাহিত মেয়েকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিনাতিপাত করছে। স্বামীর অধিকার পেতে মোর্শেদা বাদি হয়ে চুয়াডাঙ্গা আমলী আদালতে একটি মামলা করেছে বলেও জানাগেছে। চলবে…………।

আল মামুন সোহাগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি