ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে।

বিএসএফ। ফাইল ছবি

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছ থেকে নিহতের মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা। মুনতাজ ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

নিহতের ভাই ইন্তাজুল বলেন, ‘বড় ভাই শনিবার রাত ১টার দিকে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে মহিষ আনতে যান। এ সময় ওপার থেকে গুলিবর্ষণ করে ভারতের ৫৪-বিএসএফ বিজয়পুর ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে আমার ভাই মারা যান। রোববার সকাল ১০টার দিকে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ঘটনাটি শুনেছি। শোনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এদিকে, রোববার (৯ অক্টোবর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় বিএসএফের গুলিতে হাসানুর রহমান (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে।

Tag :
জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধ: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Update Time : ১২:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছ থেকে নিহতের মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা। মুনতাজ ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

নিহতের ভাই ইন্তাজুল বলেন, ‘বড় ভাই শনিবার রাত ১টার দিকে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে মহিষ আনতে যান। এ সময় ওপার থেকে গুলিবর্ষণ করে ভারতের ৫৪-বিএসএফ বিজয়পুর ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে আমার ভাই মারা যান। রোববার সকাল ১০টার দিকে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ঘটনাটি শুনেছি। শোনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এদিকে, রোববার (৯ অক্টোবর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় বিএসএফের গুলিতে হাসানুর রহমান (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে।