সবুজদেশ ডেক্সঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী আলী আজগার টগরের পক্ষে হাসাদাহ বাজারের আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছিলেন।এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা মিছিলকে লক্ষ্য করে পরপর তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়।এতে মিছিলে থাকা কাটাপোল গ্রামের ইন্তাজমন্ডলের ছেলে যুবলীগ কর্মী রিংকু গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নেওয়া হয়। এদিকে বিস্ফোরিত বোমার বিকট শব্দে এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়ে। এবং হাসাদাহ বাজারের ব্যবসায়ীরা সকল দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এবং হাসাদাহ ফাঁড়ি পুলিশের সদস্যরা দ্ররুত ঘটনাস্থলে ছুটে যান। এবং বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেন। গণমানুষের নেতা  জননেতা আলী আজগার টগর আওয়ামীলীগের মিছিলে বোমা হামলায় গুরুতর আহত যুবলীগ কর্মি রিংকুর খোজ খবর নিতে ছুটে যান ও তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন চুয়াডাঙ্গা ২ আসনের গণমানুষের নেতা গরীব দুঃখীর বন্ধু  জননেতা আলী আজগার টগর মহোদয় বিষয়টি শুনার সঙ্গে সঙ্গে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ সোহানা আহম্মেদ জানান,আহত রিংকুর অবস্থা আশঙ্কজনক তার কান দিয়ে রক্তবের হচ্ছে । তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফাট করা হয়েছে।এদিকে আহত রিংকুকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিলে তার অবস্থা আশঙ্কজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফাট করে ।জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা এবিষয়ে জানান,হাসাদহ আওয়ামীলীগের পাটি অফিস থেকে নৌকার একটি মিছিল বের হয়ে মাদরাসার সামনে পৌছালে এ সময় কিছু দুর্বিত্তরা ওই মিছিলে পর পর তিনটি বোমা হামলা করে ।এতে রিংকু নামের এক যুবলীগ কর্মি গুরুত্বর আহত হয়।ধারনা করা হচ্ছে এ ঘটনার সাথে জামায়াত বিএনপির নেতাকর্মিরা জড়িত আছে । তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্ঠা করছে ।তবে এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। বোমা হামলায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে।


আল মামুন সোহাগ

 চুয়াডাঙ্গা প্রতিনিধি  

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here