চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু
যশোরের চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে রানা মৃধা (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দিঘলসিংহ গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রানা মৃধা অত্র গ্রামের শামিম মৃধার ছেলে ও চৌগাছা হাজী সর্দার মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নিহতের চাচা আব্দুল কাদের জানান, তার ভাইপো রানা মৃধা নিজ বাড়িতে বিদ্যুতের তার ঠিক করছিলো। কিন্তু অসাবধনতাবশত বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুরাইয়া পারভীন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন বিদ্যুৎ স্পৃষ্টে স্কুল শিক্ষার্থীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
সবুজদেশ/এসইউ