ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চৌগাছায় যুবককে লক্ষ্য করে গুলি, সন্ত্রাসীকে গণধোলাই

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১০:৪৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

 

যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামে সন্ত্রাসীর গুলিতে আজগর আলী (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এদিন রাত ৯টার দিকে সৈয়দপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আজগার আলী গ্রামের একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওইসময় সেখানে একই গ্রামের সন্ত্রাসী ইমরান হোসেন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আজগার আলীর পায়ে লাগে। গুলির শব্দ ও আজগার আলীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই সন্ত্রাসীকে ধরে গণধোলাই দেয়।

এদিকে, গণপিটুনিতে আহত সন্ত্রাসী ইমরানকে হাসপাতালে নেয়ার পথে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে। আহত আজগর আলী বিএনপির সমর্থক ও ইমরান আওয়ামী লীগের সমর্থক বলে জানায় এলাকাবাসী।

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্চিতা সেন বলেন, আহতের পায়ে ক্ষত আছে। এখানে অপারেশন করা সম্ভব না। তাই দ্রুত যশোরে রেফার করা হয়েছে।

ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সৈয়দপুর গ্রামে ইমরানের নেতৃত্বে একটি বাহিনী গড়ে উঠেছে। শেখ হাসিনার আমল থেকে সে নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। শুক্রবার তারই ধারাবাহিকতায় গুলি করে সে বিএনপি কর্মী আজগার আলীকে হত্যার চেষ্টা চালায়। কিন্তু সে অল্পের জন্য বেঁচে গেছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে পুলিশের একটি সূত্র জানায় ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

চৌগাছায় যুবককে লক্ষ্য করে গুলি, সন্ত্রাসীকে গণধোলাই

Update Time : ১০:৪৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 

যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামে সন্ত্রাসীর গুলিতে আজগর আলী (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এদিন রাত ৯টার দিকে সৈয়দপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আজগার আলী গ্রামের একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওইসময় সেখানে একই গ্রামের সন্ত্রাসী ইমরান হোসেন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আজগার আলীর পায়ে লাগে। গুলির শব্দ ও আজগার আলীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই সন্ত্রাসীকে ধরে গণধোলাই দেয়।

এদিকে, গণপিটুনিতে আহত সন্ত্রাসী ইমরানকে হাসপাতালে নেয়ার পথে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে। আহত আজগর আলী বিএনপির সমর্থক ও ইমরান আওয়ামী লীগের সমর্থক বলে জানায় এলাকাবাসী।

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্চিতা সেন বলেন, আহতের পায়ে ক্ষত আছে। এখানে অপারেশন করা সম্ভব না। তাই দ্রুত যশোরে রেফার করা হয়েছে।

ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সৈয়দপুর গ্রামে ইমরানের নেতৃত্বে একটি বাহিনী গড়ে উঠেছে। শেখ হাসিনার আমল থেকে সে নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। শুক্রবার তারই ধারাবাহিকতায় গুলি করে সে বিএনপি কর্মী আজগার আলীকে হত্যার চেষ্টা চালায়। কিন্তু সে অল্পের জন্য বেঁচে গেছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে পুলিশের একটি সূত্র জানায় ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সবুজদেশ/এসইউ