সবুজদেশ ডেস্কঃ
যশোরের চৌগাছায় দুর্গাবরকাঠি গ্রামের ইমামুল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চারজনেক আটক করেছেন পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার তুচ্ছ ঘটনায় উপজেলার ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাঠি গ্রামে চাচাতো ভাইয়েরা ইমামুল হোসেনকে পিটিয়ে হত্যা করে। ইমামুল হোসেন দুর্গাবরকাঠি গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
এ ঘটনায় নিহত ইমামুল হোসেনের বাবা মতিয়ার রহমান চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি দুর্গাবরকাটি গ্রামের আহমদ আলির ছেলে রবিউল ইসলাম (৪২) ও কামাল হোসেন (৩৪), কামাল হোসেনর স্ত্রী নাজমা বেগম (২৭), ও রবিউল ইসলামের ছেলে শান্ত রহমানকে (২১) আটক করেন।
শনিবার আটকদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।