চৌগাছায় গৃহবধূর আত্মহত্যা
যশোরঃ
যশোরের চৌগাছায় ডালিয়ারা (৫৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের কাপড় ব্যবসায়ী আসাদুর রহমানের স্ত্রী।
বুধবার (০৭ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজ বাড়ির একটি ঘরে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে জানান ওই গ্রামের ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন।
স্থানীয়রা ও ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন বলেন, তিন সন্তানের জননী ওই নারী গত ৪/৫ বছর ধরে মানসিক ভারসম্যহীন ছিলেন। বুধবার সকাল আটটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ইউপি সদস্য আরো বলেন, পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় চৌগাছা থানা থেকে অনুমতি নিয়ে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।