যশোরঃ
যশোরের চৌগাছায় পানিতে ডুবে দুই বছরে শিশুর মৃত্যু হয়েছে। শিশু সুমাইয়া উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে শিশুটি বাড়ির পাশে একটি পুকুরে ডুবে মৃত্যু হয়।
শিশুটির মা মিনি খাতুন বলেন, টিউবওয়েল পানি নিয়ে খেলছিল। কখন যে বাড়ি থেকে বের হয়ে যায় আমি খেয়াল করিনি। কিছুক্ষণ পরে আমি মেয়েকে আর খুঁজে না পেয়ে পাড়ায় কয়েক বাড়িতে জিজ্ঞেস করলে তারা বলেন, আমাদের বাড়িতে আসেনি। তখন আমার মনের মধ্যে হঠাৎ কি মনে হলে পাশের পুকুরে খুঁজতে যাই। সেখানে গিয়ে দেখি আমার সোনা পুকুরে ভাসছে। এরপর স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার জুলকার ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারে কাছে হস্তান্ত করা হয়েছে।