চৌগাছায় ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি, জরিমানা
যশোর প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি করায় ২ কাঁচামাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শুক্রবার দুপুরে ১২ টায় চৌগাছা কাঁচামাল বাজের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ২ জন ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করেন।
শুক্রবার সকাল থেকে চৌগাছা কাচা বাজারে আগুন লেগে যায়। কাঁচামালে কেজি প্রতি ২ গুণ থেকে ৩ গুন মূল্য বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে। সকাল থেকেই আলু, পেয়াজ, রসুনসহ সকল পণ্যের দাম বাড়াতে থাকে কাচা বাজার ব্যবসায়ীরা। ঘটনাটি শোনার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নারায়ণ চন্দ্র পাল। এ সময় তিনি চৌগাছার হাট-বাজারে গিয়ে ২ জন কাচামাল ব্যবসায়ীকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির জন্য ২’ হাজার টাকা করে জরিমানা করেন। একই সাথে দোকানে দ্রব্যমূল্য তালিকা টাঙানোর জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন।