ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চৌগাছায় মাথায় ইট পড়ে নির্মাণশ্রমিক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ১৬২ বার পড়া হয়েছে।

চৌগাছায় মাথায় ইট পড়ে নির্মাণশ্রমিক নিহত

যশোরঃ

যশোরের চৌগাছায় নির্মাণাধীন ডিভাইন হাসপাতালের ৯ম তলায় ইট উঠানোর সময় মাথাায় ইট পড়ে টিটোন রহমান (৪২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরের ডিভাইন শিল্প গ্রুপের নির্মাণাধীন হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কর্মরত নির্মাণশ্রমিকদের ছুটি দেয়া হয়।

নিহত টিটোন রহমান উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।

হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা সাংবাদিকদের জানান, বুধবার সকালে ডিভাইন শিল্প গ্রুপের মালিকানাধীন ডা. আনিছুর রহমান হাসপাতালের ১০তলা ভবনের ৯ম তলায় নির্মাণকাজ চলছিল। নিচ থেকে ৮ম তলায় তোলার সময় টিটোন রহমান ক্রেনের ডালায় ইট-বালু ভরে দিচ্ছিলেন। ওপরে উঠানোর সময় ক্রেনের ডালি থেকে একটি ইট সিটকে টিটোন রহমানের মাথায় এসে পড়লে তিনি মারাত্মক আহত হন।

আহত টিটোন রহমানকে তার সহকর্মীরা উদ্ধার করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। যশোর হাসপাতালে পৌঁছালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকরা জানিয়েছেন, কাজ করার সময় হেলমেট পরার জন্য হেলমেট দেয়া হলেও এ সময় টিটোন রহমানের মাথায় হেলমেট পরা ছিলেন না। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নুজহাত নুয়েরী সাওসান বলেন, তার মাথায় অনেক উঁচু থেকে ভারি ইট পড়ায় গুরুতর আঘাত ছিল।

টিটোন রহমানের স্ত্রী ফাতেমা খাতুন বলেন, আমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কে আমাদের দেখবে? এমন কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান শান্ত বলেন, যশোর হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়েছে। তাকে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, শুক্রবার টিটোন রহমানের চাচা মিজানুর রহমানের মেয়ের বিয়ে। বিয়ের জন্য বাড়িতে গেট সাজানো হয়েছে। বুধবার সকালে টিটোনও সেই গেট সাজানো তদারকি করেছেন। এক-দেড় ঘণ্টার মধ্যে তার মৃত্যুর খবরে মুহূর্তেই বিয়ে বাড়ির আনন্দ মাটি হয়ে যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

চৌগাছায় মাথায় ইট পড়ে নির্মাণশ্রমিক নিহত

Update Time : ০৭:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১

যশোরঃ

যশোরের চৌগাছায় নির্মাণাধীন ডিভাইন হাসপাতালের ৯ম তলায় ইট উঠানোর সময় মাথাায় ইট পড়ে টিটোন রহমান (৪২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরের ডিভাইন শিল্প গ্রুপের নির্মাণাধীন হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কর্মরত নির্মাণশ্রমিকদের ছুটি দেয়া হয়।

নিহত টিটোন রহমান উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।

হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা সাংবাদিকদের জানান, বুধবার সকালে ডিভাইন শিল্প গ্রুপের মালিকানাধীন ডা. আনিছুর রহমান হাসপাতালের ১০তলা ভবনের ৯ম তলায় নির্মাণকাজ চলছিল। নিচ থেকে ৮ম তলায় তোলার সময় টিটোন রহমান ক্রেনের ডালায় ইট-বালু ভরে দিচ্ছিলেন। ওপরে উঠানোর সময় ক্রেনের ডালি থেকে একটি ইট সিটকে টিটোন রহমানের মাথায় এসে পড়লে তিনি মারাত্মক আহত হন।

আহত টিটোন রহমানকে তার সহকর্মীরা উদ্ধার করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। যশোর হাসপাতালে পৌঁছালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকরা জানিয়েছেন, কাজ করার সময় হেলমেট পরার জন্য হেলমেট দেয়া হলেও এ সময় টিটোন রহমানের মাথায় হেলমেট পরা ছিলেন না। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নুজহাত নুয়েরী সাওসান বলেন, তার মাথায় অনেক উঁচু থেকে ভারি ইট পড়ায় গুরুতর আঘাত ছিল।

টিটোন রহমানের স্ত্রী ফাতেমা খাতুন বলেন, আমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কে আমাদের দেখবে? এমন কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান শান্ত বলেন, যশোর হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়েছে। তাকে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, শুক্রবার টিটোন রহমানের চাচা মিজানুর রহমানের মেয়ের বিয়ে। বিয়ের জন্য বাড়িতে গেট সাজানো হয়েছে। বুধবার সকালে টিটোনও সেই গেট সাজানো তদারকি করেছেন। এক-দেড় ঘণ্টার মধ্যে তার মৃত্যুর খবরে মুহূর্তেই বিয়ে বাড়ির আনন্দ মাটি হয়ে যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।