চ্যানেল আই চত্বরে আইয়ুব বাচ্চুর তৃতীয় জানাজা অনুষ্ঠিত
সবুজদেশ ডেক্সঃ সদ্য প্রয়াত উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট ও ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর তৃতীয় নামাজে জানাজা চ্যানেল আই চত্বরে বাদ আসর অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, আইয়ুব বাচ্চুর ছোট ভাই ইরফান ছটটু, হেলাল খান, ইজাজ খান স্বপন, মোস্তফা সরয়ার ফারুকী, আব্দুর নূর তুষার, নির্মাতা সালাহ্উদ্দিন লাভলু, বাপ্পা মজুমদার, সোহেল খান, এফএস নাঈম, ওয়ারফেজ ব্যান্ডের টিপু, অবসকিওর ব্যান্ডের সাইদ হাসান টিপু, মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ছাড়াও সঙ্গীতাঙ্গনের অনেক তারকাসহ সাধারণ ভক্তরা উপস্থিত ছিলেন।
এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা ২৫ মিনিট থেকে শ্রদ্ধা জানানো হয় আইয়ুব বাচ্চুকে। শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় জাতীয় ঈদগাহ ময়দানে আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় অংশ নেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা। তারপর বিকেল ৩টার দিকে রাজধানীর মগবাজারের কাজী অফিস গলির মসজিদের সামনে দ্বিতীয় জানাজা হয়।