ছাত্রদলের নতুন কমিটির ওপর স্থগিতাদেশ আদালতের
ঢাকাঃ
নবনির্বাচিত ছাত্রদলের নতুন কমিটির সব কার্যক্রমে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন আদালত।
পাশাপাশি নবনির্বাচিত ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।
সোমবার ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত সাহারা বীথির আদালত সদ্য বিদায়ী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সেরেস্তদার আব্দুর রশিদ এ তথ্য জানান।